
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় নেছার আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
(১৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ক্লিভডন চা বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি জয়চন্ডী ইউনিয়নের দুর্গাপুরের মৃত মজমিল কারীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, নেছার আলী গত ৫-৬ দিন থেকে নিখোঁজ ছিলেন। ক্লিভডন চা বাগানের কর্মরত শ্রমিকরা বাগানের ২১ নং সেকশনের নির্জন স্থানে লাশ পড়ে থাকতে দেখে কুলাউড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
‘তবে পুলিশ জানায়, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে’।
‘এদিকে বৃদ্ধের লাশ উদ্ধারের খবরে দুর্গাপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা আতংকের মধ্যে রয়েছেন বলে জানা যায়’।
‘লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম ‘সংবাদমেইলকে’ জানিয়েছেন প্রাথমিক ধারনা করা হচ্ছে কেউ হত্যা করে ফেলে যেতে পারে। আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে’।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.