
মাহফুজ শাকিল,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা নান্না মিয়া পীরের নিজ বাড়িতে খতমে কোরআন শরীফ, খতমে বোখারী শরীফ, খতমে খাজেগান শরীফ ও মিলাদ শরীফ সম্পন্ন হয়েছে।
(২১ ফেব্রুয়ারি) বুধবার হযরত বড়পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী (রহঃ), হযরত খাজা মঈন উদ্দিন চিশ্তী (রহঃ), হযরত আহমদ ফারুক সিরহিন্দি মুজাদ্দিদে আলফে ছানি (রহঃ), হযরত খাজা বাহাউদ্দিন নক্সবন্দ (রহঃ), হযরত শাহজালাল (রহঃ), হযরত শাহ্ পরান (রহঃ), হযরত শাহ মালুম (রহঃ), হযরত শাহ মোস্তফা (রহঃ), হযরত শাহ্ কালা (রহঃ), হযরত শাহ খাকি (রহঃ), হযরত শাহ কামাল (রহঃ), হযরত শাহ সুন্দর (রহঃ) ও ৩৬০ আউলিয়াগন এবং হযরত খন্দকার (রহঃ), ওলিয়ে কামিল হযরত শাহ রমুজ আলী শাহ (রহঃ), শামছুল উলামা আলামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহঃ), ওলীয়ে কামিল আলামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহঃ), ওলীয়ে কামিল হযরত নিলাম বাজারি ছাহেব (রহঃ), হযরত ছাতাপীর (রহঃ), ওলিয়ে কামিল হযরত আব্দুলা ছাহেব (রহঃ) সহ সমস্ত জাহানের পীর ওলী, আউলিয়া, গৌছ-কুতুব আবদাল মযজুব ও দরবেশগণের ইছালে ছওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় প্রথমে কোরআনে খতম, পরে ১৮০ জন কামিল পাশ মাওলানা একত্রে বুখারী ৫ খতম পড়েন। দুপুর ২টায় দোয়া ও রাত ১১টার পর থেকে সারা রাত যিকির আযকার অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা শামছুল ইসলাম, শাহজালাল মাজারের খাদিম হাফিজ কবির উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ,কাদিপুর ইউপি হাবিবুর রহমান ছালাম, ভাটেরা ইউপি চেয়ারম্যান এ কে এম সৈয়দ নজরুল ইসলাম, সিলেট মোল¬ারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মখন মিয়া, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন আহমদ, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, সিলেট খাজা ট্রাভেল্স এর সত্ত্বাধিকারী খাজা মঈনুদ্দিন জালালাবাদী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস ছালাম, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য হাজি মোঃ আনার উদ্দিন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সম্পাদক আতিকুর রহমান আখই, সমাজসেবক হাজী আমির খান, জমসিদ খান, খায়রুল আমীন, সাবেক ছাত্রনেতা ও প্রবাসী কমিউনিটি নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল, দৈনিক মৌমাছি কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিলসহ সিলেট বিভাগের বিশিষ্ট আলিম উলামা, ইসলামিক ব্যক্তিত্ব, রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্টানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মাহফিলের আরজ গোজার মো: নান্না মিয়া পীর।
সংবাদমেইল২৪.কম/এমএস/এনআই
Posted ১২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.