
বিনোদন রিপোর্টার,সংবাদমেইল২৪ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
কুলাউড়া জনমিলন কেন্দ্রে মঞ্চস্থ হলো নাটক ‘মাইনকার চিপা’ ।
শনিবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় পরিবেশবাদী সংগঠন শেড অব ন্যাচার নাটকটি মঞ্চস্থ করে ।
রচনা ও নির্দেশনায় সিরাজুল আলম জুবেলের, সহযোগী নির্দেশক মোহাইমিনুল ইসলাম মাহিন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিন জাহান, মাইশা আলতাফ, ফয়সাল আহমেদ মিন্টু, শাকিল আহমদ, সিরাজুল আলম জুবেল, খায়রুল কবির জাফর, আশিকুল ইসলাম বাবু, সংগিতা ঘোষ, ইমদাদুল হক মিলন, মাহবুব হোসেন চৌধুরী, আব্দুল অদুদ চৌধুরী, আরাফাত হোসেন সজিব, ফাহিমা জান্নাত ইতি। নাটকের বিভিন্ন সিক্যুয়েন্সে জারিগান পরিবেশন করেছে সজিব, তানিয়া, মিম, হৃদি, রিয়া।
কুলাউড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক ব্যক্তিসহ প্রায় অর্ধ সহস্রাধিক দর্শক এ নাটক উপভোগ করেন।
সংবাদমেইল/জেএইচজি
Posted ৭:০২ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.