
কুলাউড়া সংবাদদাতা :: | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
কুলাউড়ায় আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণমূখী সমাজ বিনির্মাণের লক্ষ্যে যাত্রা শুরু করলো সামাজিক সংগঠন নবীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন।
শুক্রবার (১১ই ফেব্রুয়ারী) কুলাউড়া উত্তর বাজারস্থ একটি সেন্টারে এক আলোচনা সভার মধ্য দিয়ে অভিষেক হয় সংগঠনটির।
সভায় সংগঠনের নবাগত সভাপতি আবুল ফয়েজ মোঃ ফৌজি চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ মুরাদ আলম চৌধুরীর সঞ্চালনায় বক্তারা একটি সুন্দর সমাজ বিনির্মানে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
বক্তারা একবিংশ শতাব্দির এই চ্যালেঞ্জিং সময়ে সুন্দর সমাজ বিনির্মানে ও আর্তমানবতার তরে কাজ করে কিভাবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রিয় ব্যবস্থায় পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করা যায় সে বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, সুন্দর সমাজ তৈরির স্বপ্নে কাজ করার বিকল্প নেই, কাজ করতে হবে।
এর আগে ২৯জানুয়ারি পৌর শহরের উত্তর বাজারস্থ একটি সেন্টারে আবুল ফয়েজ মোঃ ফৌজি চৌধুরীকে সভাপতি, মোঃ মুরাদ আলম চৌধুরীকে সাধারন সম্পাদক ও সাজেদুল ইসলাম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে নবীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন’র ২০২২-২০২৪ বছরের ৩১ সদস্য বিশিষ্টি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সাধারন সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ চৌধুরী, কোষাধাক্ষ্য জাহের আলম চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ রুমেল আহমদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিছবাহ চৌধুরী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ চৌধুরী।
সিনিয়র সদস্য বৃন্দ হলেন- আব্দুল হারিছ চৌধুরী, হাজী মনই মিয়া চৌধুরী, মতিউর রহমান চৌধুরী, ফারুক মিয়া চৌধুরী, হারুন মিয়া চৌধুরী, জিতু আহমদ চৌধুরী, কামাল উদ্দীন চৌধুরী, শামীম আহমদ চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী, মোঃ রুবেল আহমদ চৌধুরী, শাহীন আহমদ চৌধুরী, শফিকুল ইসলাম পারভেজ, আব্দুল আহাদ চৌধুরী, দেলওয়ার হোসেন চৌধুরী, জাবেদ আলম চৌধুরী, রাসেল আহমদ চৌধুরী, মোঃ তাজ উদ্দীন, এমরান আহমদ চৌধুরী, মাসুম আহমদ চৌধুরী, পারভেজ মিয়া ও আব্দুর রহমান চৌধুরী আব্দুল্লাহ।
Posted ৩:২৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২
সংবাদমেইল | Nazmul Islam
.
.