
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০১ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন আশেকুল হক। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বীর স্থলাবিশিক্ত হলেন।
(২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার কুলাউড়ায় তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
দায়িত্ব পালন কালে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি বলেন সবার সহযোগিতা নিয়ে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে চান।
উল্লেখ্য, ইউএনও আশেকুল হক ২০০৯ সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে মাস্টার্স সম্পন্ন করে ৩১ তম বিসিএস পরিক্ষায় উর্ত্তীন্ন হয়ে ২০১৩ সালে চাকুরীতে যোগদান করেন।
বিভিন্ন সময়ে দক্ষতার সহিত মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারি কমিশনার পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পদে দায়িত্ব পালন করে আসছিলেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বৃহস্পতিবার কুলাউড়ায় যোগদান করেন।
ইউএনও আশেকুল হক মাদারীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা। বিবাহিত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০১ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.