
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৩ জুন ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় নতুন করে আরও ৫ জন ব্যক্তির কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে।
(১৩ জুন) শনিবার বিকাল ৪ টায় তথ্যটি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল হক।
তিনি জানান, গত ০৪ জুন ১৭ জনের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে রিপোর্টে ০৫ জনের করোনা পজেটিভ এসেছে।
নতুন করে করোনায় আক্রান্ত ৫ জনের মধ্যে পৌর এলাকার সোনাপুরের আব্দুল মোছাব্বির (৫৮), রওশনারা বেলী (৫০), হাসপাতালের স্টাফ পাপিয়া আক্তার (৩০) এবং তার স্বামী কাদিপুরের ইকবাল হোসেন (৩৫) ও গাজিপুরের আব্দুল গাফফার তুহা (৩০)।
এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জন। এরমধ্যে ৮ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ ৫ জনকে জানানো হয়েছে। সকলকে নিজ বাড়িতে আইসোলেশনে থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। এছাড়াও আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।
Posted ৪:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.