বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩১

কুলাউড়ায় নক-আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের পুরষ্কার বিতরণী সম্পন্ন

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২২ এপ্রিল ২০১৮ | প্রিন্ট  

কুলাউড়ায় নক-আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের পুরষ্কার বিতরণী সম্পন্ন

কুলাউড়ার সদর ইউনিয়নের গাজীপুর বনগাঁও-১ এলাকায় আমরাই তরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে টিভি এন্ড কাপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২২ এপ্রিল বিকেল ৪ টায় ক্লাবের সভাপতি বখতিয়ার হোসেন লিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক অজয় দাস, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সাবেক সদস্য সুনির্মল দত্ত, কুলাউড়া সদর ইউপির সদস্য নাদিম মাহমুদ রাজু, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, সহকারী শিক্ষক সোহাগ মিয়া, ডেইলী বিডি মেইলের সম্পাদক এ কে এম জাবের, সোশ্যাল কেয়ার অব নেশনের সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিন ও জেলা তথ্য প্রযুক্তি লীগের সহ সভাপতি তারেক মাসুদ। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সহ সভাপতি শাহাদাত হোসেন শিমুল, মাহবুব আলম টিপু, পংকজ পাল, সহ সাধারণ সম্পাদক নিকন পাল, সাংগঠনিক সম্পাদক জেবলু আহমেদ।  অনুষ্ঠানে ক্লাবের সদস্যসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার তুলে দেন। প্


রসঙ্গত,কুলাউড়ার সদর ইউনিয়নের গাজীপুর বনগাঁও-১ এলাকায় আমরাই তরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে টিভি এন্ড কাপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রগতিশীল ক্রিকেট ক্লাব জনতাবাজার ৮ উইকেটে মাস্টারের দোকান স্পোর্টিং ক্লাব ঘাগটিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১০:২৩ অপরাহ্ণ | রবিবার, ২২ এপ্রিল ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত