
নিজস্ব প্রতিবেদক:: | শনিবার, ০১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ)’র প্রথম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্টবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের ‘ফুড হাউসে’ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মইনুল হক বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, জুড়ী টি এন খানম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা জাসদ সভাপতি রফিকুল ইসলাম টিপু, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, টিবিএফ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, জয়েন্ট সেক্রেটারী আব্দুল মুক্তাদির জায়েদ, সদস্য এম হাজির আলী ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মদরিছ আলী, ভাইস চেয়ারম্যান সাংবাদিক বিশ্বজিৎ দাস, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক ওয়ার্ড সম্পাদক মাসুক মিয়া, আবু তাহের মামুন, ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্তমান ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ ফুল,টিবিএফ’র জয়েন্ট সেক্রেটারী শরফ উদ্দিন তমু, জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম, ট্রেজারার আব্দুস শাকুর, অগ্রানাইজিং সেক্রেটারি মেহেদী হাসান খালিক, আইন সহায়তা সমন্বয়ক ধীরেন্দ মোহন দাস, পরিবেশ সমন্বয়ক কামাল আহমদ, শিক্ষা সমন্বয়ক কামরুল ইসলাম, সদস্য খন্দকার অজিউর রহমান আছাদ,জহিরুল ইসলাম কর্ন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোসভা শেষে টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমসহ অতিথিবৃন্দরা কেক কেটে প্রতিষ্টাবার্ষিকী পালন করেন।
Posted ৪:০৭ অপরাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
সংবাদমেইল | Nazmul Islam
.
.