স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৩ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ব্যবসায়ির দোকানে দেখা মিলেছে বিরল প্রজাতির একটি প্রজাপ্রতির। আর প্রজাপ্রতিটিকে এক নজর দেখতে ওই দোকানে ভীড় জমেছে স্থানীয় উৎসুক জনতার। সকলের মুখে শুরু হলো আলোচনার ঝড়, এলো কোথা থেকে,কি ভাবে এসেছে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের রাঙ্গিছড়া বাজারে তাসলিমা ভেরাইটিজ স্টোরের সত্বাধিকারী বাবুল আহমদ তার দোকানে হঠাৎ কয়েক রঙ্গের বিরল প্রজাতির প্রজাপ্রতি দেখে চমকে ওঠেন।
তিনি সংবাদমেইলকে মোবাইলে বলেন, ঘেষে দেয়ালে পাখা গুটিয়ে এঁটে বসে। প্রথম দেখাতে মনে হলো কোন বড় ধরনের পোকা হয়তো হবে। পরে এর ডানা মেলিয়ে দিলে বোঝা গেলো এটি একটি বিরল প্রজাতির প্রজাপতি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিরল প্রজাতির প্রজাপ্রতিটি ব্যবসায়ি বাবুল আহমদের হেফাজতে রয়েছে।
কুলাউড়া উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফ উদ্দিন আহমদের মোবাইলে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.