
স্টাফ রিপোর্টার : | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০ | প্রিন্ট
এই দূর্যোগে মানুষ পরিবার-পরিজন নিয়ে শঙ্কায় দিন পার করছেন। মানবতার কল্যাণে করোনা সংকটে প্রবাসীর অর্থায়নে জনপ্রতিনিধি ও পু্লশি কর্মকর্তার পরিচালনায় হতদরিদ্র ও দুস্থদের খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন সংযুক্ত আরব আমিরা (ইউএই) প্রবাসী সুমন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কুলাউড়া পৌর শহরের ফাতেমা টাওয়ার সম্মুখে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র মনজুর আলম চৌধুরী খোকন ও পুলিশ কর্মকর্তা মো নাদিম খান। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১টি সাবান।
এ সময় পু্লশি কর্মকর্তা মো নাদিম খান বলেন, মানুষের দুঃস্বময়ে পাশে থাকাটা দেশের একজন নাগরিক হিসেবে নিজের মানবিক দায়বদ্ধতার জন্য। পাশাপাশি সমাজের বিত্তশালীদের মানবতার টানে কষ্টে দিনপাত করছে এমন মানুষকে সহযোগিতার হাত বাড়ানোর আহবান করছি।
Posted ১০:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.