
শরীফ আহমেদ,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০১ এপ্রিল ২০২০ | প্রিন্ট
এই দূর্যোগে মানুষ পরিবার পরিজন নিয়ে শংকায় দিন পার করছেন। মানবতার কল্যাণে করোনা সংকটে হত দরিদ্র ও দুস্থদের খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছে কুলাউড়া উপজেলা ছাত্রলীগ।
আজ (১ এপ্রিল) বুধবার বিকেলে কুলাউড়া পৌর শহরের বশির প্লাজা সম্মুখে অসহায় এই দুস্থদের উপস্থিতিতে বিনামূল্যে তাদের হাতে তুলে দেয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
শতাধিক অসহায় দুস্থদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বাবু অজয় দাস, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি প্রভাষক আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী প্রমূখ।
কঠিন এই মুহুর্তে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষে কয়েকদিন ধরে জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে স্থানীয় এলাকা এলাকায় গিয়ে অসহায়দের চিহ্নিত করেন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা তরুন লীগের আহবায়ক রায়হান আহমদ, ছাত্রলীগ নেতা তানিম আহমদ চৌধুরী, সাইফুর রহমান নিজাম,খায়রুল আলম প্রমূখ।
অসহায়দের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু,১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১টি সাবান বিতরণ করা হয়।
এই খাদ্য সামগ্রী বিতরণ পরিচালনায় থাকা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সামছুল ইসলাম বলেন, মানুষের দুঃস্বময়ে পাশে থাকাটা দেশের একজন নাগরিক হিসেবে নিজের মানবিক দায়বদ্ধতার জন্য। পাশাপাশি সমাজের বিত্তশালীদের মানবতার টানে কষ্টে দিনপাত করছে এমন মানুষকে সহযোগিতার হাত বাড়ানোর আহবান করছি।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ বলেন, ছাত্র রাজনীতির পাশাপাশি এই কঠিন সময়ে মানবতার লক্ষেই এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের এই দুঃস্বময়ে আমাদের মানবদরদী কর্মসূচি অব্যাহত থাকবে।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.