
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪ | বুধবার, ২৯ নভেম্বর ২০১৭ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে বাউরী টিলা শ্রমিক বস্তিতে মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৮টায় শ্যালক দা দিয়ে কূপিয়ে হত্যা করলো আপন দুলাভাইকে (ভগ্নিপতিকে)। আশাপাশের বাড়ির শ্রমিকরা ঘাতক শালাকে আটকে পুলিশে সোপর্দ করেছে।
চাতলাপুর চা বাগান সূত্রে জানা যায়, দাম্পত্য বিরোধে সম্প্রতি বাউরী টিলা শ্রমিক বস্তির স্বামী স্মরণ বাউরী (৪৫) ও স্ত্রী লতিকা বাউরীর (৩৮) মাঝে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার রাত আটটায় শ্যালক শশ ধন বাউরী তার ভগ্নিপতি স্মরণ বাউরীকে দা দিয়ে কূপিয়ে হত্যা করে। ঘটনার পর চা শ্রমিকরা ঘাতক শ্যালক শশ ধন বাউরীকে আটকে রাখে। এ ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করে ঘাতক শ্যালক শশ ধন বাউরীকে গ্রেফতার করে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলাও হবে বলে তিনি জানান।
সংবাদমেইল/জেএইচজে
Posted ২:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.