
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০২ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় এইচএসসি পরীক্ষার হল পরিদর্শনকালে দুই শিক্ষককে বহিষ্কার করে জরিমানা অাদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো গোলাম রাব্বি।
তথ্যমতে, (২ এপ্রিল) সোমবার কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজ সেন্টারে দায়িত্বপালনকালে এম এ গণী অাদর্শ কলেজের প্রভাষক মোহাম্মদ ইসলাম উদ্দিন জুড়ীর শাহ খাকী অালিম মাদ্রাসার সহকারী শিক্ষক অাব্দুল মজিদকে মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা সেন্টার থেকে সরকারী অাদেশ অমান্য করার দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, পরীক্ষা সেন্টার এলাকায় ১৪৪ ধারা জারি ছিল।পাশাপাশি দুই শিক্ষক পরীক্ষার হলে দায়িত্বরত অবস্থায় তাদের কাছে স্মাট ফোন পাওয়ায় গেছে।
পরে দুই শিক্ষককে ১ হাজার টাকা করে জরিমানা অাদায় করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বি দুই শিক্ষকের বহিষ্কার ও জরিমানার সত্যতা সংবাদমেইলকে নিশ্চিত করেন।
Posted ২:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০২ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.