
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ কুলাউড়া উপজেলা শাখা।
ইউনিয়ন পর্যায়ে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৩ মে) কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়নের জনতাবাজার, গাজীপুর ও প্রতাবী এলাকায় ২০০ কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ৮ কেজি করে চাল বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কলা মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহীদ, কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আজাদ মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. জীবন রহমান, উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এস এম জুনাব আহমদ, সহ-সম্পাদক মোশারফ সুমন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি লোবান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত (৯ মে) শনিবার পৌর শহরের রেস্ট হাউজের সম্মুখে অসহায় মানুষের মধ্যে সুষম বণ্ঠনের জন্য উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার ১৩ টি ইউনিয়ন আ’লীগ ও পৌর আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের কাছে ত্রাণের চাল হস্তান্তর করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিসবাহুর রহমান।
Posted ৫:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.