
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ মে ২০২১ | প্রিন্ট
সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ মেয়র নির্বাচিত হওয়ায় এবং প্রেসক্লাব কুলাউড়ার সাবেক সভাপতি, সাপ্তাহিক মানব ঠিকানার প্রাক্তন বার্তা সম্পাদক কয়ছর রশীদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
(২৫ মে) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুলাউড়ার ডিলাইট স্টেক হাউজের পার্টি হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনের সঞ্চালণায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক শাকির আহমদ।
পরে সংবর্ধিত অতিথিরা গতানুগতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে খোশগল্পে মেতে উঁঠেন। উন্মুক্ত আড্ডায় অতীতের অনেক সুন্দর স্মৃতিময় ঘটনাপ্রবাহকে স্মরণ করে গল্প জুড়ে দেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন,সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব মোঃ মানজুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠ প্রতিনিধি সঞ্জয় দেবনাথ, নির্বাহি সদস্য প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়,মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির,দ্যা ডেইলী স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, সহ-সভাপতি দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক দৈনিক ঘোষনা প্রতিনিধি নাজমুল বারী সোহেল, সহ-সাধারণ সম্পাদক প্রিয় কুলাউড়ার সম্পাদক একে এম জাবের, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি জিয়াউল হক জিয়া, অর্থ সম্পাদক সম্পাদক ২৪ টুডে নিউজের সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, দপ্তর সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি সুমন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পূর্ব পঞ্চিম বিডির প্রতিনিধি এমএ কাইয়ুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভোরের সূর্য প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, সাধারণ সদস্য সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের রিপোর্টার হাবিবুর রহমান সুজন, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ এর স্টাফ রিপোর্টার শাকিল সিদ্দিকী খালেদ, তৌসিফ চৌধুরী কুলাউড়া সদর ইউনিয়ন প্রতিনিধি আকাশ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে দুই অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা। একই সময় কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের জন্মদিন কেক কেটে উদযাপন করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা। সংবর্ধিত অতিথিরা কুলাউড়ার গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Posted ১২:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ মে ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.