
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে এক আলোচনা সভা ও ইসলামী গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
(১০জানুয়ারি) মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি আসিদ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিছবাহুজ্জামান ইমন এবং প্রচার সম্পাদক সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী মাঃ ফজলুল হক খান সাহেদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা আল ইসলাহের সভাপতি মাও. আব্দুল জব্বার।
বিশেষ অথিতির বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি,অনলাইন গণমাধ্যম ‘সংবাদমেইল টোয়োন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক প্রভাষক মোঃ মানজুরুল হক, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি খন্দকার অজিউর রহমান আসাদ, সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, বিআরডিবি সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান,কুলাউড়া উপজেলা আল ইসলাহের সিনিয়র সহ সভাপতি মাও.আইয়ূব আনছারী,হিংগাজিয়া সিনিয়র মাদরাসার প্রভাষক মুফতি গেলাম সরওয়ার খান, ব্রাহ্মণবাজার ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আবুল।
এসময় উপস্থিত ছিলেন সোনা রোপা চা বাগানের ম্যানেজার শেখ আবু নায়েম মিছবাহ,ব্রাহ্মণবাজার ইউনিয়ন আল ইসলাহের যুগ্ন সম্পাদক মাও. শাহিদ খান,ব্রাহ্মণবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি নজরুল ইসলাম,‘সংবাদমেইল টোয়োন্টিফোর ডটকম প্রতিনিধি মোঃ এমদাদুল হক,তালামীয নেতা সুয়েব আহমদ, ব্রাহ্মণবাজার ইউপি তালামীযের সহ-সভাপতি জামাল আহমদ,সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিজু,যুগ্ন সম্পাদক আব্দুল মুকিত,সাবেক ইউপি সদস্য আনোয়ার হুসেন আনর, হিংগাজিয়া বাজার বনিক সমিতির সভাপতি আছদ্দর আলী,বিশিষ্ট সমাজ সেবক দেলওয়ার হোসেন, রক্তদান সামাজিল সংগঠনের সভাপতি আব্দুল মুকিত,সমাজ সেবক শেখ দেলওয়ার উস শাহাদাত রিয়াজ, হিংগাজিয়া বাজার বনিক সমিতির ক্রীড়া সম্পাদক শামীম আহমদ,৯নং ওয়ার্ড তালামীযের সাবেক সভাপতি আরিফ উদ্দিন,সভাপতি আব্দুল মুহিত,সাধারণ সম্পাদক রবিউল হাসান কামরান, । যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ,অফিস সম্পাদক মুহিবুর রহমান রনি,সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম,তালামীয নেতা জামিল আহমদসহ স্থানীয় তালামীযের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মেধাবী ছাত্রদের মাঝে পবিত্র কোরান বিতরণ করা হয়।
গজল পরিবেশন করেন,সিলেটের সবুজ কুড়ি ইসলামী সংগীত শিল্পী মামুনুর রশিদ,আবু নায়েম সায়েদ,রাহবার শিল্পী গোষ্টী,নিজামীয়া শিল্পী গোষ্ঠী,নুরে মদিনা শিল্প গোষ্ঠী।
সংবাদেমইল২৪.কম/এমদাদুল হক/এনএস
Posted ২:৪২ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.