শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪ | ১৯ আশ্বিন, ১৪৩১

কুলাউড়ায়  ডিজিটাল লেনদেন নগদের উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট  

কুলাউড়ায়  ডিজিটাল লেনদেন নগদের উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়

কুলাউড়ায় ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ এর উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

(১০ফেব্রুয়ারী) সোমবার সকাল ১১টায় ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ অনুমোদিত পরিবেশক পার্বণ কমিউনিকেশন এর আয়োজনে কুলাউড়া শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে কুলাউড়া-জুড়ি-বড়লেখা উদ্যোক্তাদের (এজেন্ট) নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


নগদের ময়মনসিংহ-সিলেট ক্লাস্টার হেড সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে ও সিলেট রিজিওনের ব্যবস্থাপক জুবের আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার মোবাইল ব্যাংকিং এর ই-মানি লেনদেন সঠিক ও বৈধভাবে করার পরামর্শ দিয়ে বলেন, নিয়মের ব্যাত্যয় ঘটলে প্রতারনা বা অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজেকে বিপদমুক্ত রাখতে লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে।


অনুষ্টানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া-জুড়ী-বড়লেখা অঞ্চলের সুপারভাইজার কাওছার ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সম্পাদক আব্দুল বাছিত সোহেল, দৈনিক অধিকারের কুলাউড়া প্রতিনিধি এস আর অনি চৌধুরী,নগদ মৌলভীবাজার জেলা এরিয়া ম্যানেজার সাফওয়ান চৌধুরী, পার্বণ কমিউনিকেশন এর স্বত্বাধিকারী জহর তরফদার, জুড়ি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবদুল আজিজ প্রমুখ।


সভায় বক্তারা উদ্যোক্তাদের নগদের অব্যাহত উন্নয়নে স্ব-স্ব অবস্থান থেকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত