বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩১

কুলাউড়ায় ডিগ্রি কলেজে পরিচন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার.সংবাদমেইল২৪কম | শনিবার, ১২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট  

কুলাউড়ায়  ডিগ্রি কলেজে পরিচন্নতা অভিযান

“আমার কলেজ আমিই পরিষ্কার রাখবো” এই শ্লোগান নিয়ে প্রাচীনতম বিদ্যাপীঠ কুলাউড়া ডিগ্রি কলেজে পরিচন্নতা অভিযান পালিত হয়েছে।

(১২ নভেম্বর) শনিবার দুপুরে কুলাউড়া ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও এস আর গ্রুপের যৌথ উদ্যোগে এ পরিষ্কার পরিচন্নতা অভিযান পরিচালিত হয়।


অভিযান পরিচালনা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, স্কাউট শিক্ষক (আর এস এল) সঞ্চিত কুমার দাস, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ক্রীড়া) সোহেল আহমদ, সহকারি শিক্ষক (চারু ও কারুকলা)ও চারুহাট চিত্রাংকন একাডেমির পরিচালক জে এইচ জিয়া প্রমুখ।

পরিচালনা অভিযানে অংশগ্রহণ করেন ইলিয়াস উদ্দিন, জুড়ীর এস আর ডব্লিউ এবাদুর রহমান, এস আর এস জয়নাল আবেদিন, আর এম নয়ন তালুকদার, এন আর গ্রুপের সভাপতি আজিজুল হাকিম, সাধারণ সম্পাদক রিয়াজুল হক রেজা, টিম লিডার আহমেদ নয়ন,টিম লিডার মো. সোহেল , মো. নাঈম আলী খান, রকি খান, মো. সালমান রাব্বি, আবিদ আহমদ, সঞ্জয় কানু রবি, ছাদিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সানজিদ আহমদ, টিম লিডর লিটন আহমদ, আফজাল খান, মো. মান্না মিয়া, নাহিদ শাহান, সেজুল মিয়া, গাজী সানজিদ আহসান, মাহবুব হাসান সুমন, তপু পাল, গৌতম পাশী, আলাউদ্দিন, শাকিল আহমেদ, নোভেল, ইসতিহাক আহমদ, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল রাফি, মারুফ আহমদ ফাহিম, এমদাদুল হক লিটু, সায়েম হাসান, রায়হান ।


উল্লেখ্য, কলেজের পুরো ক্যাম্পাস পরিষ্কার পরিচন্ন করা হয়।

সংবাদমেইল২৪.কম/জে এইচ জি/এনএস


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৩:২৪ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত