
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ছবি: গুরুতর আহত উপজেলা জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি তমাল
মৌলভীবাজারঃ জেলার কুলাউড়া সরকারী ডিগ্রি কলেজে বাংলাদেশ ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিজানুর রহমান মিজান নামে কলেজ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
(৯ জানুয়ারি) সোমবার ১২টায় কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।
জানা যায়, জাসদ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া ডিগ্রি কলেজের দেয়ালে পোষ্টার লাগান জাসদ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী মিজান দেয়ালে লাগানো পোষ্টার ছিড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন উপজেলা জাসদ ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি রাহাত সারওয়ার জনি ও সহ-সভাপতি নাদের আলম তমাল,সাধারণ সম্পাদক জুনেদ আহমদ আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল কুলাউড়ায় থানায় খবর দিলে পুলিশ তাৎক্ষনিক কলেজ ক্যাম্পাসে পৌছলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে পরিস্থিতিতি শান্ত হয়।
এদিকে ছাত্রলীগের হাতাহাতির খবরে পুরো কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সামছুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা সংবাদমেইলকে নিশ্চিত করেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:০২ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.