
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
জেলার কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে কুলাউড়া উপজেলার বাদে মনসুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরো হলেন বড়লেখা উপজেলার চান্দগ্রামের বাসিন্দা সোনাম উদ্দিনের পুত্র সিএনজি অটোরিক্সা আরোহী পারভেজ আহমদ (২২), মৃত রফিক উদ্দিনের পুত্র সিএনজি চালক পারভেজ আহমদ (২৫) কে আটক করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুদ্দোহা ( পিপিএম) আটকের সত্যতা নিশ্চিত করে সংবাদমেইলকে জানান, রাতে গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার বাদে মনসুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় গাড়ীতে রাখা একটি ব্যাগে তল্লাশি করে ২াট একনালা কাটা বন্দুক ও ১৬ রাউন্ড কার্তুজ,নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তারা একাধিক মামলার আসামি। পাশাপাশি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.