
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | প্রিন্ট
ফাইল ছবিঃ
কুলাউড়ায় বরমচাল স্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের একটি খালি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
এতে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ থাকে। পরে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করলে দুর্ঘটনার ২ ঘন্টা পর সন্ধ্যা ৬ টার দিকে সারা দেশের সাথে এ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুলাউড়া স্টেশন মাস্টার মফিজুল ইসলাম জানান, বরমচাল স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন সিংগুর নামক এলাকায় গার্ডব্রেকের সামনের একটি খালি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটি দুর্ঘটনাস্থলে ফেলে তেলবাহী ট্রেন কুলাউড়া স্টেশনে আসে। এরপর কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে। এতে ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকাগামী আন্তঃনগর পারাবত মাইজগাঁও স্টেশনে এবং সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে ২ ঘন্টা আটকা ছিল।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.