স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় অবৈধ ভাবে টিলা কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া এলাকায় দীর্ঘদিন থেকে অবৈধভাবে টিলা কেটে মাটি বিক্রি করে আসছিলেন আব্দুস শহীদ নামের এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯ টায় আকস্মিক ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হিঙ্গাজিয়া গ্রামের আব্দুস শহীদ (৪৫) কে অবৈধ ভাবে টিলা কাটার দায়ে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে কুলাউড়া থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করে তা আদায় করা হয়। এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.