বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২ জন মানুষ হত্যাকারী উন্মাত্ত হাতি রসগোল্লা টানা ৪ দিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রনে এসেছে। ৩ সদস্যের বনবিভাগের দুটি দল অভিযান চালিয়ে চেতনাশক ইনজেকশন ব্যবহার করে হাতিটিকে অজ্ঞান করতে সক্ষম হয়।
এদিকে হাতিটি নিয়ন্ত্রণে আসায় কুলাউড়া ও জুড়ী উপজেলার পাহাড়ী জনপদে স্বস্তি ফিরে এসছে।
বনবিভাগ সুত্র জানায়, ঢাকা চিড়িয়াখানার ডা. নুরুল ইসলামের নেতৃত্বে ডা. নাজমুল হুদা ও ডা. জাকিরুল ফরিদ একটি টিমে অভিযানে অংশ নেন। অন্য টিমে সিলেট বিভাগীয় বনকর্মকর্তা আরএসএম মনিরুল ইসলামের নেতৃত্বে কক্সবাজার ডুলহাজরা সাফারি পার্কের ডা. মোস্তাফিজুর রহমান ও কুলাউড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সাঈফ উদ্দিন আহমদ হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে অভিযান চালান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় হাতিটি নিস্তেজ হয়ে পড়ে।
কুলাউড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সাঈফ উদ্দিন আহমদ জানান, হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে বুধবার প্রথম দফা চেষ্টা চালানো হয়। প্রথম দফায় একাধিক ইনজেকশন দেয়ার পর হাতিটি গভীর বনে চলে যায়।
বৃহস্পতিবার সকালে আরেক দফা ইনজেকশন দেয়া হলে দুপুর সাড়ে ১২টায় হাতিটি নিস্তেজ হয়ে পড়ে।
উল্লেখ্য, হাতি রসগোল্লা গত ০৩ সেপ্টেম্বর জুড়ী উপজেলার পুটিছড়া বিটে মঙ্গল খাড়িয়া ও ২৩ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলার মনছড়া বিটে গনি মিয়া নামক ২ ব্যক্তিকে হত্যা করে।
সংবাদমেইল২৪.কম/জেসি
Posted ৬:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.