
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় জে,এস,সি পরীক্ষায় উর্ত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা দিলো হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
(২৩ জানুয়ারী) সোমবার বিকেলে বিদ্যালয় হলরুমে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: জদিদ হায়দর চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সুজিত মল্লিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার জামিল আহমদ চৌধুরী, হাজীপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু,সাবেক চেয়ারম্যান মো: মবশ্বির আলী, মো: মাহমুদ আলী, নয়াবাজার কে.সি. উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা,কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ,দৈনিক সংবাদ প্রতিদিন কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, সাপ্তাহিক সীমান্তের ডাক প্রতিনিধি রাজু আহমদ প্রমুখ।
উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মুক্তাদির চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবকব,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে.এস.সি) পরীক্ষায় উত্তীর্ণ ৬২ জন কৃতকার্য মেধাবী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সংবাদমেইল২৪.কম/আরএ/এনএস
Posted ৬:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.