
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার আ.লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সাবেক গণপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সংঙ্গে মতবিনিময় করছেন।
(০১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্ছুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আজিজুর রহমান বলেন,জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। এ জন্য ঐতিহ্যবাহী হাজিপুর ইউপি চেয়ারম্যান,সদস্যদের মতামত,পরামর্শ ও সহযোগিতা চাওয়ার জন্য এ মতবিনিময়। এই নির্বাচনটি সমগ্র জেলাভিত্তিক হওয়ায় কাজও অনেক বেশি। তাই জয়ের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন,হাজিপুর ইউনিয়নের উন্নয়নমূলক কাজে তাঁর অবস্থান থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
বক্তব্য রাখেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ,কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,কুলাউড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু,হাজিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মবশি^র আলী,হাজিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান হেলাল,ইউপি সদস্য রাজা মিয়া প্রমূখ।
এ সময় কুলাউড়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গৌরা দে,কুলাউড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সিপার উদ্দিন আহমদ,কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউপি সদস্যদের মধ্যে ফরিদ উদ্দিন, শেখ আব্দুর রউফ,লতিফ চৌধরী,কবির আহমদ, সাদেক আলী, তাহের আলী,গোলজার আহমদ,সংরক্ষিত নারী সদস্য মাধবী রাণী দেব,রাবেয়া বেগম অংশ নেন।
মতবিনিময় সভায় আজিজুর রহমানে বক্তব্যের জবাবে হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছুসহ সকল সদস্যরা তাকে সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও মতবিনিময় সভায় হাজিপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.