
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০২ মে ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া আল-হেরা ক্যাডেট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী মায়মুনা জান্নাত সামিরার উপর হামলাকারী বখাটে জুয়েলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ভূকশিমইলে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২ মে সকালে ভুকশিমইল ইউনিয়নের নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়,ভুকশিমইল আলিম মাদ্রাসা ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে ইউনাইটেড অনলাইন এক্টিভিটিস ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। এতে ইউনাইটেড অনলাইন এক্টিভিটিস ফোরামের সদস্যবৃন্দ, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন।
ইউনাইটেড অনলাইন এক্টিভিটিস ফোরামের সভাপতি অলিউর রহমান ইমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শুকুরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ভুকশিমইল আলিম মাদরাসার প্রিন্সিপাল এ এইচ এম বজলুল হক, সংগঠনের সভাপতি অলিউর রহমান ইমাদ, সহ-সাধারণ সম্পাদক তাজউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবেদুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম।
বক্তারা হামলাকারী জুয়েলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে বলেন- জুযেলের এমন শাস্তি যেন নিশ্চিত করা হয় যা দেখে আর কেউ যেন এরকম ঘটনা ঘটাতে সাহস না পায়। ট্রাইবুনালের মাধ্যমে অতি দ্রুত বিচার কার্য সম্পন্ন করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনাইটেড অনলাইন এক্টিভিটিস ফোরামের সহ সভাপতি-মোঃ আব্দুস শুকুর, জালাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক-আঃ করিম, সাহিত্য সম্পাদক-শামছুল ইসলাম, সহ প্রচার সম্পাদক-জুবায়ের আহমদ, সমাজকল্যাণ সম্পাদক-জাকারিয়া আলম মিতুল, ক্রীড়া সম্পাদক-শাহজান আহমদ।
Posted ৭:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.