
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ৩১ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি এনজিও সংস্থা ব্রাক ও সূচনার সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
(৩১ অক্টোবর) বুধবার সকালে প্রথমে “টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন” ও “হাত ধোয়া নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে একটি র্যালী কুলাউড়া উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশেকুল হক, ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, সমাজসেবা অফিসার নুরুল মাহমুদ ভূঁইয়া, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, এলজিইডি উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রকিব, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মহসিন আলী, কুলাউড়া থানার এস আই,মোঃ নূর হোসেন, ব্রাক ওয়াশ কর্মসূচীর জেলা ব্যবস্থাপক সুলতানা আক্তার, ব্রাকের কর্মসূচী সংগঠক মখলিছুর রহমান প্রমুখ।
Posted ৬:৫১ অপরাহ্ণ | বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.