শুক্রবার ৩১ মার্চ, ২০২৩ | ১৭ চৈত্র, ১৪২৯

কুলাউড়ায় জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৫ আগস্ট ২০২০ | প্রিন্ট  

কুলাউড়ায় জাতীয় শোক দিবস পালিত

কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়ছে।

(১৫ আগষ্ট) শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচাজ ইয়ারদৌস হাসান।


এরপর সকাল ১০ টায় কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও পিআইও মোঃ শিমুল আলীর পরিচালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর মতলিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা ওমর আতিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ।


এছাড়াও সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় শোক দিবসের উপর উপজেলা শিশু একাডেমী ও উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার এবং উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য খাদিজা বেগম, অনুপম, সুমাইয়া আক্তার, শিল্পি রানী, মাহমুদুর রহমান ও সেফুল মিয়াসহ ৬ জনের মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা-সরকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান,বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিত করেন। সকাল ১১ টায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনাসভা, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, বিভিন্ন মসজিদ,উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্টিত হয়।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৪:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত