
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজার জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সেলিম আহমেদ এর আয়োজনে জেলা পরিষদের সদস্য, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সম্প্রতি কুলাউড়ায় সেলিম আহমদের বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌর মেয়র শফি আলম ইউনুছ, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও নেহার বেগম, এডিশনাল এসপি মোঃ আবু ইউসুফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম, শাকিল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুদ্দোহা পিপিএম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, সংরক্ষিত মহিলা সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নী, জেলা পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মানিক, জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য আজিম উদ্দিন, কানাডার প্রবাসী কমিউনিটি নেতা মনসুর আহমদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররাসহ কুলাউড়ায় কর্মরত সাংবাদিকরা। মতবিনিময় সভা শেষে সবার সম্মানার্থে নৈশভোজের আয়োজন করা হয়।
৫নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সেলিম আহমদ ও ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মানিক জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করেন।
সংবাদমেইল২৪.কম/ এ এন/এনএস
Posted ৭:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.