স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
শিক্ষা শান্তি প্রগতির ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ কর্মসুচিতে কুলাউড়ায় পালিত হয়েছে।
(৪জানুয়ারি) বুধবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ আশফাক তানভীরের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা র্যালি শেষে আলোচনায় সভায় পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ময়নুল ইসলাম পংকির সভাপতিত্ব ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী,ছাত্রনেতা সৈয়দ আশফাক তানভীরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সৈয়দ জয়নাল হোসেন শাহীন, যুবলীগ নেতা জুয়েল আহমদ, সুহেল আহমদ।
এ ছাড়াও বক্তব্য রাখেন কর্মধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায় ও কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম সাহেদ, রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগ নেতা মো. সিপন খান, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা হাসান আল মাহমুদ রাজু, লংলা আধুনিক ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা জুবেদ আহমদ চৌধুরী, পংকজ দেব, হাসান আহমদ রুবেল, ছাত্রলীগ নেতা জুবের আহমদ, মঞ্জুর আহমদ, শায়নান উদ্দিন, মেহেদী হাসান শুভ, সাজন আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এসএটি/এনএস
Posted ৪:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.