
নিজস্ব প্রতিবেদক,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় চোখে কালো কাপড় বেঁধে ধর্ষণের বিরুদ্ধে সর্বপ্রথম সাহসিকতার সহীত মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় পর্যায়ে সুনাম অর্জনকারী স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। এসময় সংগঠনের সদস্যরা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সুহেলের নির্দেশনায় সংগঠনের সকল সদস্যরা লাল সবুজের টি-শার্ট গায়ে দিয়ে সারিবদ্ধভাবে শান্তিপূর্ণতা বজায় রেখে (৬ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১২টায় কুলাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করে।
এসময় লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত সদস্যরা তাদের বক্তব্যে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুলেন। পাশাপাশি এসব জগন্য অপরাধ ও পাশবিক নির্যাতনকারীদের কঠোর শাস্তি না দিলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন রাতুল, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া জাহান, সদস্য সানজিনা বিন ইসলাম, সামিয়া জাহান, রহিমা জান্নাত জুই, সাইদুল ইসলাম, পার্থ আচার্য, রুহুল আমিন, অনিক আহমেদ, সঞ্জয় মল্লিক, সাহান আহমেদ, কামরুল ইসলাম, আসিফ আহমেদ, তাওহিদুল ইসলাম, রাহুল চন্দ্র জীবন প্রমূখ।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.