
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮ | প্রিন্ট
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে কুলাউড়ার অর্ধ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ ও ক্যান্সারে আক্রান্ত মোস্তফা কামাল মান্না ও হার্টে ছিদ্র জনিত রোগে আক্রান্ত রাব্বি আহমদের চিকিৎসার জন্য আলাদা ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়।
শনিবার (১৭ আগস্ট) শনিবার উত্তরবাজারস্থ শাপলা মার্কেটের সম্মুখে এই খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবেরের সভাপতিত্বে ও সহ সম্পাদক নাজমুল বারী সোহেলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসাসিয়েশন, সিলেট এর সভাপতি ও সিলেট স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর আহ্ববায়ক অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ ফারুক আহমদ, প্রিয় কুলাউড়ার পরিচালক সরওয়ার আলম বেলাল ও ডাঃ হেমন্ত চন্দ্র পাল, শহিদুল ইসলাম তনয়, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সাংবাদিক এস আলম সুমন, শাকির আহমদ, প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, সদস্য খায়রুল কবির জাফর, সোহেল আহমদ, শামছুল ইসলাম, সৈয়দ আজিজুল ইসলাম প্রমুখ।
Posted ৬:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.