
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৪ আগস্ট ২০২০ | প্রিন্ট
সমাজসেবা অধিদফতর কতৃর্ক বাস্তবায়িত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি এককালীন অর্থ সহায়তার অংশ হিসেবে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া চা-বাগানের ১৭০ জন শ্রমিকের মধ্যে ৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২৪ আগস্ট সোমবার কুলাউড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানে অংশ নেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিক, উপজেলা সমাজসেবা অফিসার ইব্রাহীম।
জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরের বরাদ্দকৃত অর্থের অংশ হিসেবে তাদের জনপ্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও চলতি অর্থ বছরের বরাদ্দের অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলার ১৯টি চা-বাগানের ৩ হাজার ৭ শত ৩৫ জন শ্রমিকের মধ্যে এককালীন জনপ্রতি ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হবে বলেও সূত্রে জানা গেছে।
Posted ৮:১৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.