
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৩ মার্চ ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে পুলক দে (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
(১১ মার্চ) বুধবার রাতে বিয়ের অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারের ছাঁদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
টিলাগাঁও ইউনিয়নের মেম্বার চান্দ আলী জানান, ইউনিয়নের তাজপুর গ্রামের প্রনব দে’র পুত্র পুলক দে বুধবার রাতে বিয়ের নিমন্ত্রণ খেতে স্থানীয় কমিউনিটি সেন্টারে যান। সেখানে রাত আনুমানিক ১১টায় কমিউনিটি সেন্টারের ২য় তলার ছাদ কিছু পড়ার শব্দ শুনে বিয়ে অনুষ্টানের লোকজন এগিয়ে আসেন। এসময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়। পুলক দে একজন মৃগী রোগি।
Posted ৪:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.