
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় ৪ সন্তানের জননী রুমেনা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
(১৮ নভেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১০টায় জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রুমেনা বৃহস্পতিবার রাতে খাওয়া শেষ করে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘরের দরজার চৌকাঠের সাথে সন্তানেরা মায়ের লাশ দেখে কান্নাকাটি শুরু করেন। পরে বাড়ির লোকজনসহ মৃতদেহ ঝুলন্ত দেখে পুলিশকে খবর দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সংবাদমেইলকে জানান, স্থানীয়দের দেয়া তথ্য মতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, গৃহবধু রুমেনা বেগমের স্বামী আতিক মিয়া কাতার প্রবাসী। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সামসুদ্ধোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমেইলকে বলেন,তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে পুলিশ তৎপর রয়েছে।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৫:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.