স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় গাছের ডালের আঘাতে মরিয়ম মুন্ডা (৩৮) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
(১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার জয়চন্ডি ইউনিয়নের মেরিনা চা বাগানের চা শ্রমিক বিপুল মুন্ডার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মেরিনা চা বাগানের এক শ্রমিক বাগানের গাছ কাটছিলো ঠিক ওই সময় মরিয়ম মুন্ডা নিচ দিয়ে হেটে যাচ্ছিল এ সময় উপর থেকে একটি গাছের ডাল তার পড়ে এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়ম মুন্ড কে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Posted ৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.