
স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম | শনিবার, ১২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কুলাউড়ায় লাল সূর্য খেলা ঘরের ১০তম সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আনন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সংগঠনটির উদ্যোগে খেলাঘর উপজেলা সভাপতি বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শিপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, সিপিবির নেতা খন্দকার লুৎফুর, উপজেলা জাসদেও সভাপতি মঈনুল ইসলাম শামীম, রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্য্য, খেলাঘরের জাতীয় পরিষদের সদস্য তুহিন কান্তি ধর, পৃথিমপাশা ইউপির সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, শিল্পকলা একাডেমির ও উদীচী কুলাউড়ার সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তী, জয়সেন দাস, আবু বক্কও সিদ্দিক, শিক্ষার্থী মান্তাকা পৌষি প্রমূখ।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে খেলাঘরের ২০১৭-১৮ মেয়াদের জন্য খন্দকার কামাল হোসেনকে সভাপতি ও জয় সেন দাস কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
সংবাদমেইল২৪.কম/জিয়াউল হক/এনএস
Posted ৫:২৪ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.