
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় কুলাউড়া সমবায় কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন যাত্রার উন্নয়নে কম্পোনেন্ট এর আওতাধীন উপকারভোগী ২ টি সমিতির ৩১ জন সদস্যের মধ্যে ২০ হাজার টাকা করে ৬ লক্ষ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
(০১অক্টোবর) বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে রাঙ্গিছড়া ও মেঘাটিলা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর পক্ষে সমিতির সভাপতি মনিকা খংলাকে ২ লক্ষ ৮০ হাজার টাকা চেক এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর পক্ষে সমিতির সদস্য রাম পাপাং এর হাতে ৩ লক্ষ ৪০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এটি এম ফরহাদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জামাল হোসেন, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ তাজুল ইসলাম, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,দৈনিক আজকালের খবর প্রতিনিধি সুমন মিয়া।
Posted ৯:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.