
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০২ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
বিসিবি’র বয়স ভিত্তিক মহিলা ক্রিকেট দলের সদস্য কুলাউড়ার জামিলা আক্তার রুমিকে উন্নত প্রশিক্ষণের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে সাপ্তাহিক সীমান্তের ডাক’র উদ্যোগে ও সীমান্তের ডাক’র পরিচালনা পর্ষদ সদস্য মাহফুজ আহমদ এবং রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন রেনু পক্ষ থেকে রুমিকে এ অর্থ প্রদান করা হয়।
সীমান্তের ডাক কার্যালয়ে অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন রাশিদ আলী (রহ.) ফাউন্ডেশনের উপদেষ্টা প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন রেনু, সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, আ’লীগ নেতা মনির আহমদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী,নির্বাহী সদস্য সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক সুমন আলম,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, আওয়ামীলীগ নেতা কুটি মিয়া,ব্যবসায়ী মিজান আহমদ প্রমূখ।
উল্লেখ্য, রুমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর বয়স ভিত্তিক অনুর্ধ্ব-১৮ মহিলা ক্রিকেট দলের সদস্য। সে ২০১৭ সালে জাতীয় স্কুল ভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্টে কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের হয়ে সেমিফাইনাল খেলায় অংশ নেয়। রুমি জানায় বর্তমানে আর্থিক সংকট তাঁর উন্নত প্রশিক্ষণে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে। দেশের হয়ে জাতীয় মহিলা ক্রিকেট দলে খেলতে পারে সেজন্য সমাজের সকল মানুষের কাছে যথার্থ সহযোগিতা কামনা করেছেন তিনি।
Posted ৬:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০২ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.