
বিশেষ প্রতিনিধি | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
কুলাউড়ায় কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন সম্পন্ন হয়েছে। প্রথম আসরের শিরোপা জিতেছে আনবিটেন কুলাউড়া।
(২৭ ফেব্রুয়ারি) শনিবার মিঠুপুর ক্রিকেট পার্ক মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনালে তারা ১৭ রানে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে।
টসে জিতে আনবিটেন নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। দলের হয়ে রিয়ন ২৯, অমিত ১৯ ও অতিথি ক্রিকেটার আরিফুল হক ১৪ রান করেন। হোসেনপুরের পক্ষে দলনেতা রায়হান ৫ উইকেট নেন।
জবাবে ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় হোসেনপুর। দলের হয়ে জনি ১৮, শাওন ১৫ এবং জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান খেললেও তিনি ব্যাট হাতে ব্যর্থ হন, তার সংগ্রহ ছিলো ৫ বলে ৩ রান। বল হাতেও সফল আনবিটেন রিয়ন মাত্র ১৫ রানে ৪ উইকেট নিয়েন ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। এছাড়াও হোসেনপুরের রায়হান ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
সমাপনি অনুষ্ঠানে কোয়াব সভাপতি মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক রফি আহমদ তানিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরুস্কার তুলে দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জয়চন্ডি ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ,ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ হোসেন, জেলা সহকারি-কোচ (বিসিবি) রাসেল আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ স¤পাদক মঈনুল ইসলাম শামীম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রবিউল আউয়াল মিন্টু প্রমুখ। কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.