
মোঃ তাজুল ইসলাম,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৮ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার কৃষকদের প্রশিক্ষণ ও বিনামুল্যে বীজ ও সার বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
(৮ এপ্রিল) রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা হট্রিকালচার হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়,উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের উপস্থিতিতে প্রশিক্ষণ দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো সফর উদ্দিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো জগলুল হায়দায়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষককে চাষী পর্যায়ের উন্নত মানের ধান,গম ও পাঠ বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প ২য় পর্যায়ের আওতায় খরিপ ১/২০১৮ মৌসুমে প্রদর্শনী বাস্তবায়নকারী কৃষক প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ শেষে মৌসুম ১৭/১৮ রাজস্ব অর্থের আওতায় ফলোআপ আউস প্রদর্শনীর জন্য ১০ কেজি করে বিত্তি বীজ ও টিএসপি,এমওপি, জিং, জিপসাম জাতের সার কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহনকারী কৃষকদের তিনশত টাকা প্রশিক্ষণভাতা ও খাতা কলম প্রদান করা হয়। অপরদিকে রাজস্ব অর্থের আওতায় আরো ৩০জন কৃষক ও সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা প্রকল্পের আওতায় ২৫জন কৃষককে প্রদর্শণীর মালামাল প্রদান করা হয়।
Posted ৬:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.