স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
বিয়েতে রাজি না হওয়ায় নির্যাতনের কারণে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর গ্রামের কিশোরী মেয়ে গুলশানা বেগম (১৭) আত্মহত্যা করেছেন ।
বুধবার দুপুর ২টার দিকে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাবালিকার লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস যাবৎ পার্শ্ববর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের একজন ব্যক্তির সাথে বিয়ের কথাবার্তা চলছিলো গুলশানার। এরই এক পর্যায়ে মেয়ের পরিবারের লোকজন জানতে পারে ওই ব্যক্তি নেশাগ্রস্থ। এতে নাবালিকার পিতা ও চাচা বিয়েতে অনীহা প্রকাশ করেন। কিন্তু গুলশানার সৎ মা আয়েশা বেগম তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বিয়েতে রাজি হওয়ার জন্য গুলশানাকে প্রায় সময় নির্যাতন করতেন। ঘটনার দিন বুধবার সকালেও নির্যাতন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এরই এক পর্যায়ে ঘরে একাকিত্বের সুযোগ নিয়ে গুলশানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Posted ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.