স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ | প্রিন্ট
কুলাউড়ায় আচমকা কাল বৈশাখী ঝড়ে ব্যপক ক্ষয়কতি হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি। এছাড়াও কয়েক শত গাছপালা উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।ঝড়ে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
(২৮ এপ্রিল) রোববার দুপুর ২টার দিকে আচমকা কাল বৈশাখী ঝড় প্রচন্ড গতিতে কুলাউড়ার উপর দিয়ে বয়ে যায়। এসময় উপজেলার হাজিপুর ইউনিয়ের বিভিন্ন গ্রামের বেশ কয়েকটি কাচাঁ ঘরবাড়ি পড়ে যায় এবং রাস্তার পাশে বড় গাছপাল উপড়ে পড়ে মনু,পাইকপাড়া, নচীরগঞ্জ ও শরীফপুর ইউনিয়নের রাস্তাঘাট বন্ধ হয়ে যায়।
এছাড়াও বিদুৎ এর খুটি ও তার ছিড়ে যাওয়ায় বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি ইউনিয়ন। স্থানীয়রা নীজ উদ্যেগে রাস্তার উপর পড়ে থাকা গাছপালা কেটে সরিয়ে নেওয়ার কয়েক ঘন্টা পর যানবাহন চলাচলের উপযোগী হয়ে উটে।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.