
স্টাফ রিপোর্টার: | রবিবার, ০৪ জুলাই ২০২১ | প্রিন্ট
কুলাউড়ায় গত ২ দিনের ব্যবধানে ভয়ঙ্কর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী সহ তিন জনের মৃত্যু হয়েছে। এরা গত ১৫ দিন থেকে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হলে করোনা টেস্টে তাদের পজেটিভ আসে। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩ জুলাই শনিবার ২ জন ও ৪ জুলাই রবিবার ১ জনের মৃত্যু হয়।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার উত্তর কুলাউড়ার বাসিন্দা হারিছ খাঁন (৬০) জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে ৩০ জুন মৌলভীবাজার আল হামরা হাসপাতালে এবং জয়চন্ডি ইউনিয়নের লৈয়ারহাই এলাকার আজিজ উদ্দিনের স্ত্রী হেনা বেগম (৫৫) ১ জুলাই সিলেটের নুরজাহান হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দুজন ৩ জুলাই শনিবার মারা যান।
এদিকে কাতার ফেরত প্রবাসী উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আকল মিয়ার ছেলে সুমন আহমদ (৩৬) ১৮ দিন করোনার সাথে যুদ্ধ করে সিলেটের উইমেন্স হাসপাতালে (০৪ জুলাই) রবিবার সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। প্রবাসী সুমন কাতারস্থ ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এই তিনজন করোনা আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুতে তাঁদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়াও কুলাউড়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বর্তমানে ৩১ জন রোগী হোম আইসোলেশনে কুলাউড়া সরকারি চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার বলেন, করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত দুইদিনে তিনজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলনে চিকিৎসা নিচ্ছেন ৩১ জন।
Posted ৬:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.