
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮ | প্রিন্ট
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(০৫ জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হকের সভাপতিত্বে ও ডা. সমরজিৎ সিংহের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বি, পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ সুলতান আহমদ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জলিল জামাল, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাখর খান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম প্রমুখ।
আগামী ১৪ জুলাই কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ৩১৩টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য কর্মীদের সাথে ক্যাম্পেইন বাস্তবায়ন করতে ২ স্বেচ্ছাসেবক প্রতিটি কেন্দ্রে কাজ করবে।
Posted ৫:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.