
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৮ মার্চ ২০২০ | প্রিন্ট
কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক এম. অহিদ বক্স মান্না তাঁর নিজ এলাকাবাসীর সাথে এক মতবিনিময় করেছেন।
শুক্রবার রাত ৮টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের জয়পাশাস্থ তাঁর নিজ বাড়িতে মতবিনিময়ে অংশ নেন কয়েক শতাধিক মানুষ। এসময় ওয়ার্ডের সকল শ্রেণী-পেশার মানুষ তাকে সমর্থন জানিয়ে আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার জোরালো দাবি জানান।
মতবিনিময়ে বক্তব্য দেন ৭নং ওয়ার্ডের বাসিন্দা আজমত আলী, রহমত মিয়া, মছব্বির মিয়া, কয়েছ আহমদ, সুয়েব আলী, ইলিয়াছ মিয়া, আবির বক্স, হারিস বক্স, রহিম বক্স, জনি তালুকদার, লিয়াকত আলী, সিপার আহমদ প্রমুখ।
সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক এম. অহিদ বক্স মান্না তাঁর বক্তব্যে বলেন, সততা এবং ভালোবাসা দিয়ে পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা। আপনাদের সহযোগিতা পেলে আসন্ন পৌরসভার নির্বাচনে নিজেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা দিব। নির্বাচিত হলে ওয়ার্ডের সকল মানুষের সুখ-দুঃখের কথা শুনে তাদের পাশে থেকে সকল উন্নয়নমূলক কাজ করে যাবো।
উল্লেখ্য, কাউন্সিলর প্রার্থী এম. অহিদ বক্স মান্না কুলাউড়া সদর ইউনিয়নের ৩ বারের সাবেক মেম্বার মরহুম মমরুজ বক্স মটু ও কুলাউড়া পৌরসভার সাবেক ২বারের কাউন্সিলর লতিফা বেগম এর সুযোগ্য পুত্র।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.