
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় এক কৃষকের বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে।
(৪ জুলাই) বুধবার রাতে উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের মধ্য হিঙ্গাজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য হিঙ্গাজিয়া গ্রামের সুনিল বৈদ্যের পুত্র সমর বৈদ্য(৪৬) গোয়ালঘরে তাঁদের গরু তুলে রাতে ঘুমিয়ে পড়েন।
(৫ জুলাই) বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘর থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ছয়টি গরু চুরি গেছে। একসাথে ছয়টি গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কুলাউড়া থানার ওসি(তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Posted ৪:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.