
নিজস্ব প্রতিবেদকঃ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | প্রিন্ট
জঙ্গীবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগ।
প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে ৩০ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখ থেকে মিছিল শুরু করে পুরো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জঙ্গীবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জোরালো শ্লোগাণ তুলে প্রতিবাদ জানান যুবলীগ নেতারা।
বিক্ষোভ মিছিল শেষে কুলাউড়া চৌমুহনী চত্ত্বরে সমবেত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহীন আহমদ,ইছরাব আলী ইছই, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনি, রুহুল আমীন, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ জামিল উদ্দিন নাহিদ,তথ্য ও গবেষণা সম্পাদক প্রভাষক খালিক উদ্দিন, ক্রীড়া সম্পাদক আং শরীফ বাদশা, যুবলীগ নেতা শিপন খান, সদস্য জাহাঙ্গীর আলম,আবু সুফিয়ান, জাহিদ আলীসহ বিভিন্ন ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন একাত্তরের প্রেতাত্মা জামায়াত,শিবির আবারও দেশে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়েছে। ওরা ভাস্কর্য নিয়ে কথা বলে। জাতির পিতাকে নিয়ে প্রশ্ন তুলে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে তারা কোন ভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের লোক নয়। একাত্তরের ঘাতক,তারা পরাজিত শক্তি। তাদের প্রতিহত করবে যুবলীগ।
Posted ১০:১৮ অপরাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.