মঙ্গলবার ৬ জুন, ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩০

কুলাউড়ায় উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুলাউড়া সংবাদদাতা :: | রবিবার, ৩১ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

কুলাউড়ায় উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুলাউডা উপজেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৩০ অক্টোবর শনিবার বিকেলে এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদীচী শিল্পীগোষ্ঠী কুলাউড়া শাখার সভাপতি অধ্যক্ষ ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পরিচালনায় ‘প্রতিদিন প্রতিবাদ, দূর হোক মৌলবাদ’ প্রতিপাদ্য বিষয়ক বক্তব্য রাখেন উদীচির উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া উদীচীর সাবেক সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমদ ও বর্তমান সম্পাদক বিপুল চক্রবর্তী, জাসদ নেতা সাবেক পৌর কাউন্সিলার রফিকুল ইসলাম টিপু, কুলাউড়া টাইমস এর সম্পাদক শহীদুল ইসলাম তনয়, ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক, কৃষক নেতা আব্দুল আজিজ, সংবাদকর্মী এইচডি রুবেল, প্রভাষক জয়ন্ত দেবনাথ, নান্টু দাস, দিলীপ ঘোষ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠী অন্যতম সাংস্কৃতিক সংগঠন। স্বাধীনতার পূর্বে যে উদ্দেশ্য নিয়ে উদীচী প্রতিষ্ঠা হয়েছিল, গত ৫৩ বছর ধরে মনুষ্যত্ব জাগরণের আন্দোলন করে আসছে। তাই বাংলাদেশের ইতিহাস আর উদীচীর ইতিহাস একই। উদীচী সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছে। এ সংগঠন বাংলাদেশের অসহায় অত্যাচার নিপীড়িত মানুষকে আলোর পথ দেখায়।


আলোচনা শেষে সংগঠনের শিল্পীরা মনোমুগ্ধকর গণ ও লোকসংগীত পরিবেশন করেন।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১২:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত