
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২২ মে ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় ইয়াবাসহ ইসলাম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
(২১ মে) সোমবার বিকেলে টিলাগাও ইউনিয়নের লালপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই খছরুল আলম বাদলের নেতৃত্বে এএসআই নাজমুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স সোমবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে টিলাগাও লালপুর এলাকা থেকে ইসলামকে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা জানান, গ্রেফতারকৃত ইসলামের বিরুদ্ধে কুলাউড়া থানায় ইয়াবার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ২:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.